মে-দিবসে খড়দহে সিপিআইএমের বিশাল পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক, খড়দহ, বৃহস্পতিবার ছিল ঐতিহাসিক শ্রমিক দিবস। শ্রমিক শ্রেণী তথা মেহন্বতি মানুষের কষ্টার্জিত অধিকার রক্ষার দিন। এই দিনটিকে স্মরণ করে সিপিআইএম'এর খড়দহ-টিটাগর এরিয়া কমিটির উদ্যোগে এক পদযাত্রা সংঘটিত হয়।
বি টি রোড সংলগ্ন আদর্শ পল্লী এরিয়া কমিটির কার্যালয় থেকে বি টি রোড ধরে আমবাগান ও পঞ্চম তলা রোড হয়ে পুলিন পাড়া ৬ নম্বর শাখায় গিয়ে এই পদযাত্রা শেষ হয়।
উপস্থিত ছিলেন, সিপিআইএম'এর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার, পীর মোহম্মদ, এরিয়া কমিটির সম্পাদক বাবুল সরকার, সহ সংগঠনের কর্মী সমর্থকেরা।
এই দিনের মিছিল থেকে - শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, কালা-শ্রমআইন, দ্রব্যমূল্য বৃদ্ধি, স্মার্ট মিটার প্রসঙ্গে সংগঠনের কর্মী-সমর্থকরা স্লোগান তোলেন। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার স্লোগান তোলেন সমর্থকরা।
আগামী ২০শে ডিসেম্বর সর্ব ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম সমর্থিত শ্রমিক সংগঠন গুলি। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ ও প্রতিবাদের প্রতিফলন দেখা গেল এদিনের মিছিলে।
Comments
Post a Comment