DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।
নিজস্ব প্রতিবেদন, বেলঘড়িয়া, ডি ওয়াই এফ আই উত্তর ২৪ পরগনা জেলার ২১তম জেলা সম্মেলন সফল করতে অভ্যর্থনা সমিতি গঠন সভা অনুষ্ঠিত হল। রবিবার, বেলঘড়িয়ার ফিডার রোডে একটি অনুষ্ঠান গৃহে এই সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন ডি ওয়াই এফ আই জেলা কমিটির সভাপতি শফিকুল সর্দার।
সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার কর্মসূচির সূচনা করা হয়। গত সম্মেলন থেকে এই সম্মেলন পর্যন্ত ক্রীড়া ও শিক্ষা-সংস্কৃতি জগত সহ বিভিন্ন ক্ষেত্রে'র হারিয়ে যাওয়া স্বর্গীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।
সভার মূল অংশে বক্তব্য পেশ করেন, ডি ওয়াই এফ আই জেলা কমিটির সম্পাদক সপ্তর্ষি দেব, জেলা এবং রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়ন দ্বীপ মিত্র, জেলা কমিটির সম্পাদক তথা সিপিআই এম সদস্য ঝন্টু মজুমদার, এস এফ আই রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক দেবজ্যোতি দাশ, এছারাও বক্তব্য রাখেন অভ্যর্থনা সমিতির নির্বাচিত সম্পাদক সুব্রত চ্যাটার্জী।
এদিনের অভ্যর্থনা সমিতি গঠনের সভা থেকে ২১তম উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনের লোগো প্রকাশ করা হয়। সভাশেষে সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে মিছিল করা হয়।
আগামী ১৩ই জুন থেকে ১৫ ই জুন তিনদিন ধরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বেলঘড়িয়া অঞ্চলে এই সম্মেলনে বুদ্ধদেব ভট্টাচার্য নগর এবং সলিল চৌধুরী মঞ্চ (কামারহাটি নজরুল মঞ্চ), নামকরণ করা হয়।
এই সভা থেকে যে অভ্যর্থনা সমিতি গঠন হয় তার মুখ্য উপদেষ্টায় রয়েছেন, সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং কামারহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক মানষ মুখার্জী, সি আই টি ইউ রাজ্য কমিটির সভাপতি সুভাষ মুখার্জি, কামারহাটির প্রাক্তন পৌরপ্রধান গোবিন্দ গাঙ্গুলী। পাশাপাশি এই সভা থেকে সর্বসম্মতিক্রমে অভ্যর্থনা সমিতির সভাপতি নির্বাচিত হন ঝন্টু মজুমদার, সম্পাদক নির্বাচিত হন সুব্রত চ্যাটার্জি, এবং কোষাধক্ষ্য নির্বাচিত হন সুজয় চ্যাটার্জী।
Comments
Post a Comment