কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।

শ্রমজীবী মানুষের দাবি নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন গুলির যৌথ মঞ্চের ডাকে আগামী ২০শে মে ভারত বনধের ডাক। 

নিজস্ব প্রতিবেদক, ব্যারাকপুর, শ্রমজীবী মানুষের দাবি নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন গুলির যৌথ মঞ্চের ডাকে আগামী ২০শে মে ভারত বনধের ডাক। ধর্মঘটের সমর্থনে -ধর্মঘটকে সফল করতে উত্তর ২৪ পরগনা জেলা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলোর উদ্যোগে শনিবার ব্যারাকপুর স্টেশন চত্বরে গণ কনভেনশনের আয়োজন করা হয়। স্মার্ট মিটার থেকে কালা আইন সমূহের বিরোধিতা, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবি, পেট্রোল ডিজেল এবং গ্যাস সহ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তিলোত্তমার মৃত্যুর বিচার, - মূলত এই সমগ্র দাবি গুলিকে সামনে রেখে বামেদের এই ধর্মঘটের ডাক। 

কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এদিনের কনভেনশন শুরু করা হয়। এরপর সিটুর সর্বভারতীয় নেত্রী তথা রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি কনভেনশনের প্রস্তাব উত্থাপন করেন।  

উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা জহর ঘোষাল, অমল সেন, অশোক খান, গৌতম বিশ্বাস, সুকান্ত বিশ্বাস, নারায়ন দে, বিপ্লব ভট্ট, মাস্টার নিজাম, দেবজিৎ মজুমদার, চন্দ্রশেখর চৌধুরী, তাপস বিশ্বাস । এছাড়াও উপস্থিত ছিলেন, সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা যুবনেতা সায়নদ্বীপ মিত্র, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার, সি আই টি ইউ জেলার নেতৃত্ব দেবাশীষ রক্ষিত, প্রদীপ মজুমদার, শিব শংকর ঘোষ, সহ প্রমুখ ট্রেড ইউনিয়নের নেতৃত্ব থেকে কর্মীরা।





Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।