ব্রিগেড সমাবেশকে সামনে রেখে বামফ্রন্টের পথসভা, আগরপাড়া
ব্রিগেড সমাবেশকে সামনে রেখে বামফ্রন্টের পথসভা
আগরপাড়া, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শ্রমজীবী তথা খেটে খাওয়া মানুষের বিভিন্ন দাবি নিয়ে প্যারেড গ্রাউন্ডে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিগেড সমাবেশকে সফল করতেই ক্ষুদ্র কুটির শিল্প শ্রমিক কর্মচারী ইউনিয়নের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে আগরপাড়ার তেতুলতলা মোড়ে বিটি রোডের উপর এক পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভার সভাপতিত্ব করেন শম্ভু চ্যাটার্জি। প্রধান বক্তা ছিলেন, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্যা এবং সিটুর সর্বভারতীয় নেত্রী গার্গী চ্যাটার্জী, প্রদীপ মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য। এই সভাতে পানিহাটি অঞ্চলের এবং কামারহাটি অঞ্চলের ক্ষুদ্র কুটির শিল্পের শ্রমিক এবং সি.আই.টি.ইউ কর্মী সমর্থকেরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজির হয়ে ছিলেন।
আর হাতে গোনা কয়েকটা দিন পরেই ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। সেই সমাবেশকে সফল করার জন্যই এই পথসভা। এদিনের সভার প্রত্যেক বক্তার কথার মধ্যে দিয়ে উঠে আসে - শিক্ষায় দুর্নীতি, পানিহাটির গর্ব ডাক্তার ছাত্রীর হত্যার বিচারের দাবি। পাশাপাশি, স্মার্ট মিটার, কালা শ্রম আইনের বিরোধিতা করা সহ কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবি, শ্রমিক শ্রেণীর ন্যায্য অধিকার সংক্রান্ত বিষয়ের ওপর বক্তব্য পেশ করেন উপস্থিত প্রমুখ বক্তারা।
Comments
Post a Comment