একদিন পরেই ব্রিগেড সমাবেশ, জেলার বিভিন্ন প্রান্তে জমিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচার, পথসভা
একদিন পরেই ব্রিগেড সমাবেশ, জেলার বিভিন্ন প্রান্তে জমিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচার, পথসভা।
আগরপাড়া, হাতে আর মাত্র একটা দিন, শ্রমজীবী মানুষের দাবি নিয়ে ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বামফ্রন্টের সমাবেশ। এই সমাবেশ সফল করতে বি সি এম ইউ কামারহাটি, আগরপাড়া জুটমিল এবং কামারহাটি জুট মিলের পক্ষ থেকে কামারহাটি গ্রাম রোডে পাঁচ রাস্তা মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন শিক্ষক আসলাম খান, প্রধান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য ফয়াজ আহমেদ খান। এছাড়াও এই সভায় বক্তব্য রাখেন কামারহাটি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মানষ মুখার্জি, রাজ্য কমিটির অন্যতম সদস্যা এবং সি আই টি ইউ সর্বভারতীয় নেত্রী গার্গী চ্যাটার্জি, রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদ্বীপ মিত্র।
পাশাপাশি, আগত ব্রিগেড সমাবেশকে সফল করতে এদিন বরাহনগর আলম বাজার মোড়ে সি আই টি ইউ কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে জনসভা করা হয়। সভাপতিত্ব করেন, বরুন দেব ভট্টাচার্য। এই সভায় বক্তব্য রাখেন, সিপিআইএম জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গাঙ্গুলী, শানু রায়, বরাহনগর বামফ্রন্টের অন্যতম নেতা অশোক ভট্টাচার্য, এবং মঙ্গলবেন বংশী।
একই সাথে এদিন টেক্সমেকো দেশপ্রিনগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকেও নীলগঞ্জ রোডে টিচার্স কলোনির ছয় রাস্তার মোড়ে পথসভার আয়োজন করা হয়েছিল। পথসভায় উপস্থিত ছিলেন, সোমনাথ ভট্টাচার্য, প্রদীপ মজুমদার, গার্গী চ্যাটার্জি এবং সৈকত গিরি সহ প্রমুখ ব্যক্তিরা।
Comments
Post a Comment