শিয়ালদহ মেইন লাইনে ১০ ঘন্টার পাওয়ার ব্লক, স্তব্ধ ট্রেন চলাচল

ব্যুরো রিপোর্ট : মেগা ব্লকের জন্য শনিবার রাত ১০:২০ মিনিট থেকে আজ অর্থাৎ রবিবার সকাল ৮:২০ মিনিট পর্যন্ত, টানা ১০ ঘণ্টা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। শনিবার রাতে শিয়ালদহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল বাতিল করা হয়। 

ছবি - সংগৃহীত

আজ রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল বাতিল। এছাড়াও বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের মধ্যে দু'জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর ও গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন এবং একটি কৃষ্ণনগর লোকাল বন্ধ থাকবে।

 শনিবার রাত থেকে আজকে (রবিবার) সকালের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড়, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার-সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা পরে শিয়ালদহ অভিমুখে রওনা হবে। জানাগেছে পদাতিক এক্সপ্রেস শনিবার বিকেল ৫ঃ৪০ মিনিটের পরিবর্তে রাত ৭:৪০ মিনিটে আলিপুরদুয়ার স্টেশন থেকে ছেড়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রবিবার সকাল ৬ঃ৩৫ মিনিটের পরিবর্তে সকাল ৮ঃ২৫ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে।

০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল, হলদিবাড়ি থেকে ১৮.১৫ ঘণ্টার পরিবর্তে ২১.১৫ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ট্রেনটি নিউ আলিপুরদুয়ার থেকে প্রস্থানের সময় ১৭.৪০ ঘণ্টার পরিবর্তে ১৯.৪০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। ০৫৪২২ বালুরঘাট-মালদহ টাউন স্পেশ্যাল ট্রেন বালুরঘাট থেকে প্রস্থানের সময় ১৮.৩০ ঘণ্টার পরিবর্তে ২২.৩০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। আজমের- শিয়ালদহ এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে চলাচল করবে। এই দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের ক্ষেত্রে চলাচলের স্টেশন বদল করে করে হয় কলকাতা স্টেশন। রেলের তরফে হয়রানি এড়াতে যাত্রীদের পরিবর্তিত এই সূচি অনুযায়ী সফরের জন্য আবেদন জানানো হয়েছে।





Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।