দেশের শিক্ষাজগতে নতুন নজির গড়ল নৈহাটির রূপাঞ্জন
ব্যুরো রিপোর্ট - উত্তর ২৪ পরগনা:
দেশের শিক্ষাজগতে নতুন নজির গড়ল নৈহাটির যুবক। জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) পরীক্ষায় সারা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র রূপাঞ্জন মুখোপাধ্যায়।
নৈহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৫/১, গিরীশ ঘোষাল রোডের বাসিন্দা রূপাঞ্জন। বাবা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে রূপাঞ্জন। আই আই টি গুয়াহাটি ইনস্টিউটের অধীনে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) ২০২৩ পরীক্ষায় ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিক্সে ২৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে শীর্ষ স্থান দখল করে নৈহাটির রূপাঞ্জন। ১০০-র মধ্যে ৫৯ নম্বর পেয়ে সারা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে, দেশের শিক্ষাক্ষেত্রে রীতিমতো তাক লাগিয়ে দিল শহরতলির এই যুবক।
Comments
Post a Comment