ভারতীয় ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘নাটু নাটু’ এবং 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'
সব জল্পনার অবসান। ভারতে এল এই বছরের দ্বিতীয় অস্কার। ‘আর আর আর’ ছবির ‘নাটু নাটু’ গানের হাত ধরে ভারতে এল সেরার শিরোপা। মৌলিক গানের বিভাগে সেরার সন্মান অর্জন করে নিল ‘নাটু নাটু’।
এর আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে দৌড়ে এগিয়ে ছিল ‘নাটু নাটু’। একাধিক সংস্থার বিচারে সেরা টেক্কা দিয়েছে রিয়ানা কিংবা লেডি গাগার মতো তাবড় পপ তারকাদের। মনোনয়নের তালিকায় ছিল ‘টেল ইট লাইক এ ওম্যান’ ছবির ‘অ্যাপ্লজ়’ গানটিও।কিন্তু সেই সব গানকে টেক্কা দিয়ে চূড়ান্ত জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর সৃষ্টি।
বিগত বছরে মুক্তি লাভ এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আর আর আর’। তারপর থেকেই বিভিন্ন মাধ্যমে চর্চার কেন্দ্রে ছিল এই তেলুগু ছবিটি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বক্স অফিসেও বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে এই ছবি। স্বীকৃতি পেয়েছে সমালোচকদের কাছেও।
শুধু ছবিই নয়, ছবিকে ছাপিয়ে জনপ্রিয় হয়েছে ‘নাটু নাটু’ গান। রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিখ্যাত হলিউড পরিচালকরাও। এই বিপুল প্রশংসা যে অকারণ নয়, তার প্রমাণ মিলল সোমবারের সকালে। সবাইকে পিছনে ফেলে অস্কার জিতে নিল ‘নাটু নাটু’। সিনেমাটি নিয়ে আশায় বুক বেঁধেছিলেন আপামর দেশবাসী। টিম ‘আর আর আর’ এর পাশাপাশি স্বপ্নপূরণ হল তাঁদেরও। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিলেন এম এম কীরাবাণী। তেলুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘আর আর আর’ ছবির গান ‘নাটু নাটু’।
পাশাপাশি - ভারতের জন্য আরেকটি গর্বের বিষয় কার্তিকি গনসালভেস পরিচালিত 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য অস্কার পুরস্কার জিতেছে।
এই মুভিতে দেখানো হয়েছে যে, একটি শিশু হাতির যত্ন নেওয়া হচ্ছে তার তত্ত্বাবধায়কদের দ্বারা। এ যেন মানুষ এবং বন্য প্রাণীদের মধ্যে পবিত্র এক বন্ধনের অনন্য সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে৷
এই হৃদয়গ্রাহী ডকুমেন্টারিটি অস্কার পুরস্কার অর্জন করে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নিয়েছে।
Comments
Post a Comment