ভাটপাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবির


নিজস্ব সংবাদদাতাঃ "মহান দান, জীবন দান, আসুন করি রক্তদান" এই স্লোগানকে সামনে রেখে রবিবার মহিলা পতঞ্জলি যোগ সমিতির ব্যবস্থাপনায় ও লায়ন্স ক্লাব কাঁকিনাড়া শাখার সহায়তায় ভাটপাড়ার বারোয়ারী মাঠে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।

এই শিবিরকে সাফল্য মন্ডিত করতে সর্বাঙ্গীক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভাটপাড়ার সমাজ সাথী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

রাজ্যের স্বেচ্ছাসেবী সংস্থা বা বিভিন্ন ক্লাব রক্তদান শিবিরের মাধ্যমে রক্তের জোগান দিত। কিন্তু বিগত দু-বছর লকডাউনের ফলে সেগুলিও বন্ধ ছিল। ফলে রক্তের হাহাকার সৃষ্টি হয়েছিল। করোনা, থ্যালাসেমিয়া, ডেঙ্গু কিংবা অ্যাডিনো ভাইরাসের সংক্রমনের জেরে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে চাহিদা অনুযায়ী রক্ত জোগানোর প্রচেষ্টায় বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছায় রক্তদান শিবিরের কর্মসূচী গ্রহণ করেছে।

এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন ভাটপাড়ার পৌরপ্রধান রেবা রাহা। উপস্থিত ছিলেন, বিশিষ্ট রক্তদাতা তথা মেন্স কংগ্রেস নেতা পরেশ সরকার সহ প্রমুখ ব্যক্তিত্বরা।

এই শিবিরে ৪৪ জন রক্তদাতা রক্তদান করেন।



Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।