ব্যারাকপুর কল্যানি এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত তিন

ব্যারাকপুর কল্যানি এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত তিন

নিজস্ব প্রতিনিধি,   রবিবার সকালে ব্যারাকপুর কল্যানি এক্সপ্রেসওয়েতে ট্রাকের সংগে ধাক্কায় মৃত্যু হলো নৈহাটি দোগাছিয়া এলাকার দুই বাইক আরোহীর।

মৃত যুবকদের নাম দীপ রায়(২৪) এবং বিনোদ দাস(২৩)। বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় ওই দুই বাইক আরোহী কে। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তাদের। এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে।


এরপরে রবিবার সন্ধ্যায় ফের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর বাসুদেবপুর থানার কেউটিয়া দক্ষিণ নারায়ণপুর থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ট্রাফিক পুলিশ।

 মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পথদুর্ঘটনার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।





Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।