জগদ্দলে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা।
প্রতিনিধি : রাজু রায় চৌধুরী, ব্যারাকপুর,
প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতার ওপর হামলা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ও বোমাবাজি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। নিরাপত্তা হীনতায় ভুগছেন তৃণমূল নেতা। তবে জেল সূত্রে নেতার কাছে আগাম খবর ছিল যে তার ওপর হামলা হতে পারে। এমনই চাঞ্চল্যকর তথ্য জানালেন তৃণমূল নেতা।
রবিবার সকালে জগদ্দল থানার পালঘাট রোড এলাকায় (১২নং ওয়ার্ড) স্থানীয় তৃণমূল সভাপতি অশোক কুমার সাউয়ের ওপর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। অশোকবাবু তার বাড়ির পাশে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন। সেখানেই তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালায় একদল দুষ্কৃতী। দুষ্কৃতীরা পায়ে হেঁটে আসে বলে জানা গেছে। গুলির পর বোমাবাজি করে চম্পট দেয় দুষ্কৃতিরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অশোক বাবুর পিঠ ঘেঁষে বেরোয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। আক্রান্ত অবস্থায় তাকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ। ঘটনা জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে আক্রান্ত তৃণমূল নেতা সাংবাদিকদের চাঞ্চল্যকর তথ্য জানান, তিনি বললেন জেল সূত্র থেকে তার কাছে আগাম খবর ছিল যে, তার ওপর হামলা হতে পারে। এলাকাতে দুষ্কৃতী দৌড়াত্ব কায়েম করার লক্ষ্যেই দুষ্কৃতিরা তাকে একাধিকবার মারার চেষ্টা করছে। ফলত তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন। হামলুর ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কোনও রাজনৈতিক দলের দিকে অভিযোগ করেননি।
ভাটপাড়া শহর দুই তৃণমূল সভাপতি জিতেন্দ্র সাউ জানান, এলাকার দুষ্কৃতি কার্যকলাপ রুখতে পুলিশ যথেষ্টই তৎপর। তিনি আশা করেন পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দেবে।
প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতী হামলার ঘটনা, পাশাপাশি জেল সুত্রে আগাম খবর! প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।
Comments
Post a Comment