শান্তি ও সৌহার্দের প্রতিক ভালোবাসার বার্তা নিয়ে ভারত থেকে ভুটানের উদ্দেশ্যে স্কেটিং এর মাধ্যমে রওনা দিলেন একজন স্কেটিং শিক্ষক

শান্তি ও সৌহার্দের প্রতিক ভালোবাসার বার্তা নিয়ে ভারত থেকে ভুটানের উদ্দেশ্যে স্কেটিং এর মাধ্যমে রওনা দিলেন একজন স্কেটিং শিক্ষক।

রাজু রায় চৌধুরী, উঃ ২৪ পরগনা

শান্তি ও সৌহার্দের প্রতিক ভালোবাসার বার্তা নিয়ে ভারত থেকে ভুটানের উদ্দেশ্যে স্কেটিং এর মাধ্যমে রওনা দিলেন একজন স্কেটিং শিক্ষক।

উত্তর ২৪ পরগনার শ্যামনগরের কাউগাছি চণ্ডীতলার বাসিন্দা স্কেটিং ও মার্শালআর্টের প্রশিক্ষক দীপঙ্কর দে বৃহস্পতিবার শ্যামনগর থেকে রওনা দেন। একই সাথে তার তিন জন অনুগামী - বছর তেরোর গীতাংশা দুগ্গার, বছর চৌদ্দর রুদ্র সরকার এবং নদীয়ার রায় নগরের উত্তম শীল সাইকেল চালিয়ে রওনা দেয়। উত্তর ২৪ পরগনার ঘোষপাড়া রোড হয়ে কাঁচরাপাড়া গঙ্গা পার হয়ে নবদ্বীপ হয়ে কৃষ্ণনগর শিলিগুড়ি জাতীয় সড়ক ধরে তারা পাড়ি দেবেন ভুটানের রাজধানী থিম্পুতে।

দীপঙ্কর বাবু জানান, ভারত ও ভুটানের সুসম্পর্ককে আরো মসৃণ ও সুদৃঢ় করার লক্ষ্যেই তাদের এই যাত্রা। এই যাত্রা পথে তারা রাত্রি কাটাবেন ফুটপাতে কিংবা পেট্রোল পাম্পে।
এর আগে দীপঙ্করবাবু স্কেটিং এর মাধ্যমে পাড়ি দিয়েছিলেন পুরীতে ও নেপালে। যে কারণে তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ড এর খ্যাতির শিরোপা অর্জন করেছিলেন। যুব সমাজের প্রতি তার বার্তা, মোবাইলে ডুবে না থেকে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে।

উল্লেখ্য, হিমালয়ের দেশ ভুটান ও ভারতের প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলি ঐতিহ্যগতভাবে খুব ঘনিষ্ঠ এবং উভয় দেশ একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নিয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভুটানের পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা এবং বাণিজ্যের উপর ভারতের প্রভাব রয়েছে।




Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।