ভাটপাড়ায় চালু হলো 'মা কিচেন'

করোনা আবহে লকডাউনে কর্মহীন প্রচুর শ্রমজীবি মানুষ। রাজ্য সরকারের পরিকল্পনায় রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই চালু হয়েছে "মা ক্যান্টিন প্রকল্প"। যেখানে পাঁচ টাকার বিনিময়ে মিলছে দিপ্রহরীক আহার।

এরই অনুপ্রেরণায় আজকে ভাটপাড়ার ১১নং ওয়ার্ডের যুব তৃণমূল নেতা মন্নু সাউয়ের উদ্যোগে ১০নং গলি মহিলা তৃণমূল কংগ্রেস কার্যালয় প্রাঙ্গনে করোনা বিধি মেনে চালু হোলো "মা কিচেন"।

এখানে প্রতিদিন বিনামূল্যে কয়েকশো কর্মহীন পরিবারকে দিপ্রহরীক আহার তুলে দেওয়া হবে। 

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ট্রেড ইউনিয়ন সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি স্বামীজীর প্রয়াণবার্ষিকীর প্রেক্ষাপটে তার ছবিতে মাল্যদান করেন। 

তিনি বলেন, ২৪শে আগামী নির্বাচনে তৃণমূলের কাছে ব্যাপক পর্যদুস্ত হবে বিজেপি, সেই সাথে ব্যারাকপুরে বিজেপির অস্তিত্ব সংকট দেখা যাবে। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাটপাড়া শহর তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ, জগদ্দলের তৃণমূল সভাপতি জিতেন্দ্র সাউ সহ প্রমুখ ব্যাক্তিরা। 

এই প্রকল্পের মাধ্যমে ভাটপাড়া এলাকার কয়েকশো গরিব দুঃস্থ পরিবার উপকৃত হবেন, মা কিচেনে, ভাত, ডাল, সবজি, মাছ এর ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৫ দিন পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানান উদ্যোক্তা।



প্রতিদিন বিভিন্ন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। 

Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।