প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত
প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১। কিডনি বিকল হয়ে মৃত্যু। ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। এবার না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। সম্প্রতি এই অভিনেত্রী পা দেন ৭১ বছরে বয়সে। কিছুদিন থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী।
মূলত কিডনি, ও হার্টের সমস্যা নিয়ে গত ২২ মে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই বর্ষীয়ান অভিনেত্রী। এরপর অবস্থার অবনতি ঘটতে থাকায় পরবর্তী সময় তাঁকে মেডিকায় ভর্তি করা হয়। এরপর আজ দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ, তারার দেশে পাড়ি দেন স্বাতীলেখা সেনগুপ্ত।
বাঙালির আইকন তথা বাঙালির ফেলুদা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই রুপোলি পর্দায় পথ চলা শুরু স্বাতীলেখার। এরপর সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’-তে তাঁদের জুটি দর্শকদের মন জয় করে। এরপর আবারও প্রায় ৩১ বছর পরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রুপোলি পর্দায় ফেরেন তিনি। যার অন্যতম নিদর্শন সেই ‘বেলা শেষে’। রেখে গেলের স্বামী, নাট্যজগতের ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং কন্যা সোহিনী সেনগুপ্তকে।
আপাতত সূত্র মারফত জানা যাচ্ছে, তাঁর শেষকৃত্য কোথায় সম্পন্ন হবে তা নিয়ে নাট্য দলের কর্মীদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে রাজ্যের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "আমি গভীর শোক প্রকাশ করছি। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সৌমিত্র বাবুর হাতধরে থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। এরপর সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবে। এছাড়াও তাঁর অভিনীত ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। তার পাশাপাশি তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।
তাঁর চলে যাওয়ায় অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। আমি স্বাতীলেখা সেনগুপ্তের স্বামী রুদ্রপ্রসাদ ও কন্যা সোহিনী সেনগুপ্তসহ তাঁর অগণিত অনুরাগী ও আত্মীয়স্বজনকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
বিশিষ্ট অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে, শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন শ্রী ব্রাত্য বসু।
Comments
Post a Comment