বেশ কিছু ক্ষেত্রে শিথিল করা হলো লকডাউন

আগামী ১৬ জুন পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন জারি থাকছে ঠিকই। তবে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতাও আনা হল। সোমবার নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সুবিধার্থেই ধীরে ধীরে লক ডাউন প্রক্রিয়া শিথিল করার ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি বলেন, ‘‘সাম্প্রতিক ইয়াসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ আমরা চাই না মানুষকে ঘরবন্দী করে রেখে মানুষের কষ্ট বাড়াতে৷ কিন্তু অতিমারীর সঙ্গে তো লড়াই করতে গেলে কিছু নিয়ম মেনে চলতেই হবে৷ যে হারে করোনার প্রকোপ বাড়ছিল, তাতে এছাড়া আরও কোনও পথ ছিল না৷ তবে লক ডাউনের সুফলও মিলছে৷ সংক্রমণের হার অনেকখানি কম৷’’


দু’দিন আগেই বাজারের সময় সীমা বাড়ানো হয়েছিল ১ ঘণ্টা৷ এবার লক ডাউনে আরও ছাড়ের কথা সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই মুহূর্তে নবান্নে ইয়াস পরবর্তী এবং করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এখন থেকে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি৷ রিটেল মার্কেটের ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য৷ দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে খুচরো বাজার৷


এবার থেকে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে তথ্য প্রযুক্তি দফতরগুলি। খোলা থাকবে রিটেল মার্কেটের দোকানগুলিও। দুপুর ১২টা থেকে বেলা ৩টে পর্যন্ত এই খুচরো বাজার খোলা থাকবে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।


আজকের সাংবাদিক বৈঠকে কী কী বললেন মুখ্যমন্ত্রী-
* ১৮ লক্ষ ভ্যাকসিন কেনা হয়েছে। আরও ২২ লক্ষ ভ্যাকসিন কেনা হচ্ছে। ১১৪ কোটি টাকা দিয়ে ভ্যাকসিন কিনবে রাজ্য সরকার।
* ইয়াসের পর ২ লক্ষ লোক ত্রাণশিবিরে রয়েছেন। ২.২১ লক্ষ হেক্টর জমির ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের জন্য রাজ্যে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
* দুয়ারে ত্রাণ: যে যে জায়গায় ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত জায়গায় দুয়ারে ত্রাণ ক্যাম্প হবে।
* দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক এর সঙ্গে কথা বলার পর জানতে পেরেছি কিছু সমস্যা হচ্ছে। জল জমে থাকার ফলে ত্রাণের সমস্যা হচ্ছে। মানুষের খাবার জল, কোনও পরিষেবার অভাব যেন না হয়।
* দিঘায় ৭ কিলোমিটার রাস্তার কাজ শেষ করতে হবে। মৎস্যজীবীদের অনেক ক্ষতি হয়েছে। স্বর্ণ মৎস্য প্রকল্পে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। জেলাশাসক, পুলিশসুপার, থানার আধিকারিক এবং ব্লকের আধিকারিকরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সামঞ্জস্য রেখে কাজ করুন। দিঘা সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে।
* দুই ২৪ পরগনায় ম্যানগ্রোভ বাড়াতে হবে।
* প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রকৃতি সহায় রয়েছে। দুয়ারে রেশন চালু হতে দু-তিন মাস সময় লাগবে। বেশি করে কোল্ড স্টোরেজ বানাতে হবে।
* যেহেতু খুব বন্যা হচ্ছে, তাই আরও ৫০০ ফ্লাড সেন্টার বানানোর জন্য নীতি আয়োগের কাছে টাকা চাইতে হবে। মুখ্যসচিবকে সে কারণে চিঠি লিখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
* ইটভাটা যেহেতু জলে ডুবে আছে, তাই ইটভাটার শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগানো হোক। পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানো হোক।
* আমফানের ফলে পড়ে যাওয়া গাছগুলো এই মুহূর্তে কী পরিস্থিতিতে আছে তা দেখার নির্দেশ।
* আমরা কেন্দ্রের থেকে কোনও টাকা চাইনি। বলেছি, আপনি যা মনে করবেন দেবেন।ধাপে ধাপে লক ডাউন প্রক্রিয়া আরও শিথিল করা হবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সবাইকে অনুরোধ করোনা বিধি মেনে চলুন৷ তাতে নিজে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সাহায্য করুন৷’’



Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।