কেন্দ্রের নির্দেশ - নবান্ন ছেড়ে দিল্লিতে কর্মি ও প্রশিক্ষণ মন্ত্রকের কাজে যোগ দিতে চলেছেন আলাপন বন্দোপাধ্যায়।

নিউজ ব্যুরো : শুক্রবার রাতে আলাপনবাবুকে চিঠি দিয়ে সোমবার সকাল ১০টায় তাঁকে দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে বলা হয়েছে। আলাপনবাবুকে কর্মিবৃন্দ ও প্রশিক্ষণ মন্ত্রকে কাজে যোগ দিতে বলেছে কেন্দ্রীয় সরকার। ক্যাবিনেটে নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশ দিয়েছে কেন্দ্র।

১৯৮৭ সালের ব্যাচের আইএএস আলাপন মুখ্যমন্ত্রীর অন্যতম ‘আস্থাভাজন’ আমলা। দীর্ঘ প্রশাসনিক জীবনে একাধিকবার বিভিন্ন সমস্যা থেকে সরকারকে বের করে এনেছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে গত বছর অক্টোবর মাসের ১ তারিখে দায়িত্ব নিয়েছিলেন আলাপন। তার আগে স্বরাষ্ট্র দফতরের সচিব ছিলেন তিনি। মে মাসে আলাপনের ৬০ বছর বয়স হয়েছে। সেকারণে চলতি মাসেই চাকরি থেকে অবসর নেওয়া কথা ছিল তাঁর। তাঁর মেয়াদ বাড়ানোর জন্য ১৩ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে আবেদন জানান, কোভিড পরিস্থিতি মোকাবিলায় আলাপনের মতো দক্ষ আমলা প্রয়োজন রাজ্যের।

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এরপর আলাপনের মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দেয় কেন্দ্র। আপাতত ৩ মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

চলতি মাসেই চাকরি থেকে অবসর নেওয়া কথা ছিল তাঁর। দক্ষ প্রশাসক আলাপনের মেয়াদ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন মমতা। ওইদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আমাদের মুখ্যসচিবের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়েছে। আমপান ও কোভিডের সময় কাজ করেছেন তিনি। তাঁর অভিজ্ঞতা রয়েছে। সুতরাং, মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে আমরা খুশি।

চাকরি জীবনের শুরুতে মহকুমাশাসক, আন্ডার সেক্রেটারি এবং একাধিক জেলার জেলাশাসক হিসেবে কাজ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার কমিশনার ছাড়াও পুর, পরিবহণ, শিল্প, এসএসএমই-এর মতো দফতরে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। স্বরাষ্ট্রসচিবের দায়িত্বের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দফতরেরও দায়িত্বভার সামলেছেন তিনি। 

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, বাংলাকে বিপদে ফেলতেই মুখ্যসচিবকে তুলে নিল কেন্দ্র। কোভিড মোকাবিলায় মুখ্যসচিবে নেতৃত্বে ভালো কাজ হচ্ছিল। ইয়াসের ব্যাপারটিও উনি দেখছিলেন। এভাবে আচমকা মুখ্যসচিবকে দিল্লিতে তুলে নিয়ে বিজেপি এটা প্রমাণ করল, তারা বাংলার মানুষের ভালো চায় না। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশের ঘটনায় এই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।




Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।