ভয়ঙ্কর শক্তি বাড়াচ্ছে নিন্মচাপ - ঘূর্ণিঝড় 'তাওকতে'

ব্যুরো রিপোর্ট : বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘তাওকতে’ (Tauktae) আরব সাগরের বুকে ক্রমশ ঘনীভূত হচ্ছে৷ পূর্বাভাস অনুযায়ী, আর ১২ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপটি অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ আগামী মঙ্গলবার এটি গুজরাত উপকূলে আছড়ে পড়বে৷ গুজরাত ছাড়াও দিউ উপকূলেও সর্তকতা জারি করা হয়েছে৷ 
সাইক্লোনের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর৷ কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাত ও মহারাষ্ট্রে জারি করা হয়েছে লাল সতর্কতা৷ ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করে দেওয়া হয়েছে৷ পাশাপাশি মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদেরও দ্রুত ফিরে আসতে বলা হয়েছে৷ পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুরের পর পোরবন্দর এবং নালিয়া হয়ে গুজরাত উপকূল বরাবর এগোবে৷
এর জেরে আগামী ১৭ মে পর্যন্ত লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, কেরল, কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপটি ঘূর্ণিঝড় এবং ২৪ ঘণ্টার মধ্যে প্রবলতর সাইক্লোনের রূপ নিতে পারে৷ ক্ষয়ক্ষতি এড়াতে সাইক্লোনের মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যগুলি৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫০টি দলকে ওই পাঁচ রাজ্যে পাঠানো হয়েছে৷ রবিবারের মধ্যে সাইক্লোনের তাণ্ডব শুরু হয়ে যাবে৷ তখন ভারী বৃষ্টিপাত হবে৷ নামতে পারে ধসও৷কেরলের কোচিতে শুক্রবার থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত৷ 
বিপর্যয় মোকাবিলা বাহিনী কোচিতে ঝড় বৃষ্টির মধ্যে আটকে পড়া বাসিন্দাদের সাহায্য করছে৷ রাজ্য সরকারের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নৌ-সেনা৷ টুইট করে সেনা জানায়, জাহাজ, বিমান, হেলিকপ্টার-সহ বিপর্যয় বাহিনীর সকলে সাইক্লোন বিধ্বস্ত রাজ্যগুলির পাশে দাঁড়াবে৷ আজ বিকালে সাইক্লোন পরিস্থিতি নিয়ে রিভিউ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অতিমারির থাবায় বিপর্যস্ত গোটা দেশ৷ তখনই আরও এক প্রাকৃতিক বিপর্যয়ের আতঙ্কে পশ্চিম ও দক্ষিণ ভারতের রাজ্যগুলি৷ 

চিত্র : সংগৃহীত 





Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।