নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন


নন্দীগ্রামের নির্বাচন নিয়ে মমতা ব্যানার্জির সমস্ত অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন।
প্রতিটি অভিযোগের ভিত্তিতে উপযুক্ত জবাব দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নির্বাচন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী কোনভাবেই ভোটারদের প্রভাবিত করেনি। 


পাশাপাশি মক ড্রিলের সময়কালীন ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে, বুথে তৃণমূলের পোলিং এজেন্ট না থাকার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সেক্রেটারি জেনারেল উমেশ সিনহা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে জবাব পাঠিয়েছেন।


মক পোলের সময় তিন দলের প্রতিনিধি উপস্থিত ছিল বলেও জানিয়েছে কমিশন। সেখানে, বিজেপি, সিপিআইএম ও আরও এক রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন তাদের উপস্থিতিতেই শান্তিপূর্ণ ভোটদান শুরু হয়েছে বলেও কমিশন জানিয়েছে। 


বিশেষ পর্যবেক্ষক
অজয় নায়ক এবং বিবেক দুবে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে নির্রবাচন কমিশনের কাছে একটি চূড়ান্ট রিপোর্ট জমা দিয়েছিলেন, তার ভিত্তিতেই এই চিঠি দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে।


নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে যুক্ত থাকুন। 

Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।