নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন
নন্দীগ্রামের নির্বাচন নিয়ে মমতা ব্যানার্জির সমস্ত অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন।
প্রতিটি অভিযোগের ভিত্তিতে উপযুক্ত জবাব দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয় নির্বাচন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী কোনভাবেই ভোটারদের প্রভাবিত করেনি।
পাশাপাশি মক ড্রিলের সময়কালীন ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে, বুথে তৃণমূলের পোলিং এজেন্ট না থাকার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সেক্রেটারি জেনারেল উমেশ সিনহা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে জবাব পাঠিয়েছেন।
মক পোলের সময় তিন দলের প্রতিনিধি উপস্থিত ছিল বলেও জানিয়েছে কমিশন। সেখানে, বিজেপি, সিপিআইএম ও আরও এক রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন তাদের উপস্থিতিতেই শান্তিপূর্ণ ভোটদান শুরু হয়েছে বলেও কমিশন জানিয়েছে।
Comments
Post a Comment