তিন দফার নির্বাচন একদিনে নয়, ভোট হবে আগামী চার দফাতেই৷ জানিয়ে দিল নির্বাচন কমিশন।

করোনার কারণে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট এক দফায় করার প্রস্তাব দেবে তৃণমূল কংগ্রেস৷ দলের তরফ থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবারের প্রস্তাবিত কমিশনের সর্বদল বৈঠকে তারা ষষ্ঠ থেকে অষ্টম দফার ভোট একদফায় করার প্রস্তাব দেবে৷ অন্যদিকে, বাংলায় করোনা আক্রান্তরে সংখ্যা হু হু করে বেড়ে যাওয়া কমিশনও সিদ্ধান্ত নিতে দিল্লিতে বৈঠক করে৷ জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকে বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র৷ বৈঠকে ছিলেন ডেপুটি কমিশনার সুদীপ জৈন৷ সূত্রের খবর, একদফায় নয়, পূর্বনির্ধারিত সূচি মেনে ১৭ তারিখের পর আরও ৩ দফায় ভোট হবে৷

এর কারণ হিসেবে কমিশন সূত্রে বলা হয়েছে, রাজ্য পুলিশের ওপর ভরসা করা যাবে না৷ ভোট হোক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপেই৷ তা না হলে শীতলকুচির মতো ঘটনা ঘটতেও পারে৷ তিন দফার ভোট এক দফায় করতে হলে ভোট কর্মীদের এক সঙ্গে করা বেশ কঠিন৷ তিন দফার ভোট একসঙ্গে করতে গেলে দেড় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন৷ কিন্ত্ত এত তাড়াতাডি় এর বন্দোবস্ত করাও সম্ভব নয়৷ সমস্ত দিকগুলিকে একসঙ্গে খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে জরুরি বৈঠকে বসে৷ সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ষষ্ঠ থেকে অষ্টম দফার ভোট পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে৷ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেও একই কথা জানিয়েছেন৷

কমিশন সূত্রে বলা হচ্ছে, ভোটের প্রচারে বেরিয়ে রাজনৈতিক দলগুলি যাতে কোভিড বিধিনিষেধ মেনে চলে সে ব্যাপারে সতর্ক করা হবে৷ বড় জনসভার পরিবর্তে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট ছোট সভা করা, সভায় ৩০ শতাংশ উপস্থিত,  সকলের মাস্ক বাধ্যতামূলক ইত্যাদি সুনিশ্চিত করার ব্যাপারে কমিশনের তরফে অনুরোধ করা হবে৷ এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতায় কমিশন সর্বদল বৈঠক ডেকেছে৷ সর্বদল বৈঠকে ষষ্ঠ থেকে অষ্টম দফার ভোট একসঙ্গে করার প্রস্তাব দেবে বলে সূত্রের খবর৷ যদিও সে প্রস্তাব যে কার্যকর হবে না তা বলাই বাহুল্য৷




Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।