বাড়ছে কভিড আক্রান্তের সংখ্যা : উদ্বিগ্ন কেন্দ্র ও রাজ্য
দেশে গত ২৪ ঘন্টায় ৮৯ হাজার ১১৯ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। গত সেপ্টেম্বর মাসের পর থেকে একদিনে সংক্রমণের এটাই সর্বোচ্চ সংখ্যা। এছাড়া সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২০২’জন। আরোগ্যের হার কমে হয়েছে ৯৩•৩/৬ শতাংশ। এই সময়ে আরও ৭১৪ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ১১০ ।
ছুটির দিন সহ এমাসের প্রত্যেক দিন টিকাদান কেন্দ্রগুলিতে যাতে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়, তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লিখিতভাবে জানিয়েছেন।
ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কোভিড বিধি মেনে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছেন। মৃত্যু এবং সক্রিয় তালিকার সংখ্যা কমানোর জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে বলা হয়েছে।
ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কোভিড বিধি মেনে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছেন। মৃত্যু এবং সক্রিয় তালিকার সংখ্যা কমানোর জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে বলা হয়েছে।
Comments
Post a Comment