বাড়ছে কভিড আক্রান্তের সংখ্যা : উদ্বিগ্ন কেন্দ্র ও রাজ্য

দেশে গত ২৪ ঘন্টায় ৮৯ হাজার ১১৯ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। গত সেপ্টেম্বর মাসের পর থেকে একদিনে সংক্রমণের এটাই সর্বোচ্চ সংখ্যা। এছাড়া সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২০২’জন। আরোগ্যের হার কমে হয়েছে ৯৩•৩/৬ শতাংশ। এই সময়ে আরও ৭১৪ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ১১০ ।

দেশ জুড়ে টিকাকরণ অভিযানকে দ্রুত ছড়িয়ে দিতে দেশের সবক’টি সরকারি-বেসরকারি কোভিড টিকাদান কেন্দ্র গুলিকে এমাসের প্রত্যেকদিন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ছুটির দিন সহ এমাসের প্রত্যেক দিন টিকাদান কেন্দ্রগুলিতে যাতে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়, তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে লিখিতভাবে জানিয়েছেন।
ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কোভিড বিধি মেনে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছেন। মৃত্যু এবং সক্রিয় তালিকার সংখ্যা কমানোর জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে বলা হয়েছে।


উল্লেখ্য - কোবিড পরিস্থিতি মোকাবিলায় আগামী সোমবার থেকে পার্শবর্তী বাংলাদেশে একসপ্তাহ লকডাউন কার্যকর করা হয়েছে। 


Comments

Popular posts from this blog

DYFI এর ২১তম জেলা সম্মেলনের আগে অভ্যর্থনা সমিতি গঠন।

প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মা। উত্তর ২৪ পরগনার জাগ্রত দেবী মা মহিষমর্দিনী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী মাসেই ভারত বনধ।