আত্মরক্ষার জন্য দরকার হলে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ কমিশনের
নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় দফার ভোটের আগে নজিরবিহীন নির্দেশ দিল কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেই আত্মরক্ষার্থে গুলি চালানোর নির্দেশ দিল কমিশন।
প্রথম দফার ভোটের আগে প্রবল বোমাবাজি হয় পূর্ব মেদিনীপুরের পটাশপুর। স্পর্শকাতর এলাকায় টহলদারি চলাকালীন বোমাবাজিতে গুরুতর আহত হন পটাশপুর থানার ওসি। একইসঙ্গে গুরুতর জখম হন আধাসেনার এক জওয়ানও। এই ঘটনায় বিজেপি-তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার দ্বিতীয় দফার আগে কড়া নির্দেশ দিল কমিশন।
১লা এপ্রিল দ্বিতীয় দফায় গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখীতে ভোট রয়েছে।
Comments
Post a Comment