দোলের আগেই মহা সাড়ম্বরে বসন্ত উৎসব জগদ্দলে
নিজস্ব প্রতিনিধি : দোলের আগেই মহা সাড়ম্বরে বসন্ত উৎসব জগদ্দলে। সামিল ছাত্র-ছাত্রী থেকে মহিলারা। কবির আবেগে রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র নৃত্যের ছন্দে মেতেছে আমবাঙালি।
জগদ্দলের গোলঘর নেতাজি পল্লী অধিবাসী বৃন্দের পরিচালনায় রবিবার পালিত হল বসন্ত উৎসব। মফস্বলের চিরকালীন কনসেপ্ট ভেঙে স্থানীয় অধিবাসীরা বসন্ত উৎসবে মেতে উঠলেন।
"ফাগুন লেগেছে বনে বনে - আবার কখনো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো থেকে বসন্ত এসে গেছে"। রবীন্দ্র সংগীতের পাশাপাশি আবৃত্তি ও নৃত্য পরিবেশন করল স্থানীয় শিশু শিল্পীরা।
জগদ্দলের গোলঘর নেতাজি পল্লী অধিবাসী বৃন্দের পরিচালনায় রবিবার পালিত হল বসন্ত উৎসব। মফস্বলের চিরকালীন কনসেপ্ট ভেঙে স্থানীয় অধিবাসীরা বসন্ত উৎসবে মেতে উঠলেন।
"ফাগুন লেগেছে বনে বনে - আবার কখনো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো থেকে বসন্ত এসে গেছে"। রবীন্দ্র সংগীতের পাশাপাশি আবৃত্তি ও নৃত্য পরিবেশন করল স্থানীয় শিশু শিল্পীরা।
Comments
Post a Comment