ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে বিভ্রান্তি, পুলিশের দ্বারস্থ কিশোরী
নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর, ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ কিশোরী। ২০ এপ্রিল বামফ্রন্টের ব্রিগেডে সমাবেশে সৃজন ভট্টাচার্যের সঙ্গে ছবি তুলেছিলেন বরানগরের জ্যোতি নগর এলাকার বাসিন্দা পূর্বাদ্রি পোদ্দার। সেই ছবি ফেসবুকে পোষ্ট করেছিলেন পূর্বাদ্রি। সেই ছবিটি বিকৃত করে সমাজ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সম্প্রতি পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে আটক করেছে এন আই এ। পূর্বাদ্রির আসল ছবিটি এডিট করে পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রার রুপ দেওয়া হয়েছে। সাথে ছবিটিকে সমাজমাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পড়তেই ভাইরাল, শুরু হয় বিতর্ক। সরোজিনী নাইডু কলেজের প্রাক্তনী এস এফ আই কর্মী পূর্বাদ্রি পোদ্দার জানিয়েছেন, আলিফ সমাদ্দার নামক এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এডিটেড ছবিটি পোস্ট করা হয়। এর ফলে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বিষয়ে মঙ্গলবার রাতে বরানগর থানা এবং সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়। কোনও রাজনৈতিক উদ্দেশ্যে এই ছবি এডিট করে পোস্ট করা হয়েছে ব...